শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১

ঝিনাইগাতীতে অবৈধ বালু উত্তোলনের জায়গায় অভিযান পরিচালনা

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি
  ০২ অক্টোবর ২০২৪, ১০:৫৪
ছবি: যায়যায়দিন

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় অবৈধ ভাবে বালু উত্তোলনের জায়গায় উপজেলা প্রশাসন থেকে অভিযান পরিচালনা করা হয়েছে । বালু খেকোরা সরকার পতনের পর থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের জন্যে মরিয়া হয়ে উঠেছে ।

অবৈধ বালু উত্তোলনের খবর প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদ প্রচার হলে তা নজরে আসে উপজেলা প্রশাসনের । উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল গোপন সংবাদের ভিত্তিতে অবৈধ ভাবে বালু উত্তোলনের জায়গায় উপজেলার ডাকাবর নামক এলাকায় আজ অভিযান পরিচালনা করেন । অভিযান চলার সময় বালু খেকোরা টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয় ।

এ সময় বালু উত্তোলনের ড্রেজার মেশিন সহ অন্যান্য আসবাবপত্র ভাংচুর করে বিনিষ্ট করা হয় । অভিযানের সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও নলকুড়া ভূমি অফিসে কর্মরত কার্মচারী ও কর্মকর্তারা সহ আনসার সদস্যরা উপস্থিত ছিলেন । এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেল বলেন অবৈধ বালু উত্তোলনের অভিযান অব্যাহত রয়েছে । সে যেই হোক গারো পাহাড়ে ও নদী নালায় অবৈধ ভাবে বালু উত্তোলন চলবে না । মিডিয়ায় সত্য সংবাদ প্রকাশের জন্যে স্থানীয় সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন এই কর্মকর্তা ।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে