বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

খাগড়াছড়িতে ৬১টি পূজা মণ্ডপে শুরু হয়েছে শারদীয় দুর্গোৎসব; তৎপর আইনশৃঙ্খলা বাহিনী

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি
  ১০ অক্টোবর ২০২৪, ১৯:২৮
খাগড়াছড়িতে ৬১টি পূজা মণ্ডপে শুরু হয়েছে শারদীয় দুর্গোৎসব; তৎপর আইনশৃঙ্খলা বাহিনী
ছবি যাযাদি

প্রতি বছরের ন্যায় এবারও নানা উৎসাহ, উদ্দীপনার মধ্যেদিয়ে খাগড়াছড়িতে ৯টি উপজেলায় মোট ৬১টি পূজা মণ্ডপে শুরু হয়েছে শারদীয় দুর্গোৎসব।

হিন্দু ধর্মালম্বীদের এই বৃহত্তর ধর্মীয় অনুষ্ঠান আজ থেকে শুরু হয়েছে এবং আগামী ১৩ অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে ইতি টানবে এবারের শারদীয় দুর্গোৎসব।

জেলা-উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে দেখা যায় নিজেদের প্রধান ধর্মীয় উৎসবে মেতেছে হিন্দু সম্প্রদায়ের হাজারো মানুষ। উৎসবকে কেন্দ্র করে বসেছে বিভিন্ন মেলা। সতীর্থরা মেলা থেকে কিনছেন নিজেদের পছন্দের জিনিসগুলো।

শারদীয় উৎসব শুধুমাত্র হিন্দু ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব হলেও এর আনন্দ উপভোগ করছে সকল সম্প্রদায়ের মানুষ। এছাড়াও এবারের শারদীয় উৎসবে শৃংখলায় অবনতি এড়াতে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সর্বক্ষণ টহল জোরদার রেখেছে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, আনসার ও অনান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

প্রতি বছরের মতো এবারও সকলের আন্তরিক সহযোগিতায় আনন্দ-উৎসাহের মধ্যেদিয়েই উৎসব শেষ করতে পারবেন বলে আশা পূজা পরিচালনা পরিষদের।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে