শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

ধুনটের পূজা মণ্ডপে প্রশাসনের কঠোর নজরদারি

ধুনট (বগুড়া) প্রতিনিধি
  ১১ অক্টোবর ২০২৪, ২০:৫৭
ধুনটের পূজা মণ্ডপে প্রশাসনের কঠোর নজরদারি
ছবি : যায়যায়দিন

বগুড়ার ধুনট উপজেলার সকল পূজা মণ্ডপে কঠোর নজরদারি রেখেছে প্রশাসন। শুক্রবার বিকালে উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শকালে এতথ্য জানান ধুনট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খ্রিষ্টফার হিমেল রিছিল।

তিনি বলেন, প্রতিটি পূজা মণ্ডপে প্রশাসনের কঠোর নজরদারি রয়েছে। পূজা মণ্ডপে কেউ যাতে অপ্রীতিকর ঘটনা না ঘাটতে পারে এজন্য প্রশাসনের পাশাপাশি সেচ্ছাসেবীরাও দায়িত্ব পালন করছে।

এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) খায়রুজ্জামান, ধুনট থানার ওসি সাইদুল আলম, পূজা উদযাপন পরিষদের সভাপতি বিকাশ চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক গোবিন্দ রায়, এলাঙ্গীর ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহাদত হোসেন প্রমূখ।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে