শারদীয় দুর্গাপূজা উপলক্ষে খুলনার পাইকগাছায় ঐতিহ্য বাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে বিজয়া দশমীতে আমুড়কাটাস্থ কড়ুলিয়া নদীতে অনুষ্ঠিত নৌকা বাইচ প্রতিযোগিতায় ৫ টি নৌকা অংশ নেয়। সোলাদানা ইউনিয়নের ৯টি মন্দির কমিটি কর্তৃক এ বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সোলাদানা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সিনিয়র নেতা এসএম এনামুল হক।
আমুরকাট সার্বজনীন মন্দির কমিটির সভাপতি সমীরন কুমার মন্ডলের সভাপতিত্বে বাইচ প্রতিযোগিতা শেষে অনুষ্ঠানে প্রধান অতিথি এসএম এনামুল হক বিজয়ীদের মাঝে নগদ ২০ হাজার,১৫ হাজার ও ১০ হাজার সান্তনা পুরস্কার হিসেবে ৫ হাজার টাকা করে পুরস্কার দেয়া হয়।
প্রতিযোগিতায় রত্নতরী প্রথম,রিয়া নৌকা বাইচ দল দ্বিতীয়, আলমশাহী তরী তৃতীয় ও স্বপ্নতরী চতুর্থ স্থান অধিকার করে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সম্মানী অতিথি ছিলেন,কয়রা উপজেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট মোমরেজুল ইসলাম ও যুবদল খুলনা জেলা সাবেক সাধারণ সম্পাদক ইবাদুল হক রুবায়েত,আব্দুল্লাহেল কাফি,জাবের আলী,অহেদুজ্জামান সোহাগ,আতিক নেওয়াজ ও জাহিদুর রহমান শোভন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সহসভাপতি আসলাম পারভেজ, যুবদল নেতা তোহিদুল ইসলাম মুকুল, ইমরান সরদার,যজ্ঞেশ্বর সানা, ঠাকুর দাস সরদার,কিশোর কুমার মন্ডল,অধ্যপক রমেন্দ্র নাথ সরকার ও প্রতীত পবণ রায়।
যাযাদি/ এম