বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

জলঢাকায় লেবার শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি
  ১৫ অক্টোবর ২০২৪, ১৫:৫১
জলঢাকায় লেবার শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন
ছবি: যায়যায়দিন

নীলফামারীর জলঢাকা উপজেলা লেবার শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং রাজ-৬৪৮ এর কার্যনির্বাহী কমিটির আত্মপ্রকাশ করা হয়েছে। এ উপলক্ষে সোমবার রাতে বাসস্ট্যান্ড চত্তরে সংগঠনটির কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জলঢাকা উপজেলা আমীর মোঃ মোকলেছুর রহমান।

অন্যান্যদের মধ্যে জলঢাকা প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা জামায়াতে নায়েবে আমীর মোঃ কামরুজ্জামান, উপজেলা জামায়াতের রুকন মোঃ হামিমুর রহমান হামীম এসময় উপস্থিত ছিলেন।

কমিটিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী জলঢাকা পৌর আমীর আলহাজ্ব মকবুল হোসেন, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন জলঢাকা উপজেলা শাখার সাবেক সভাপতি মোঃ আতাউর রহমান, পৌর শাখার সভাপতি মোঃ নুর ইসলাম কে উপদেষ্টা এবং রফিকুল ইসলাম কে সভাপতি ও জোনাব আলী কে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি প্রকাশ করা হয়।

আলোচনা শেষে নবগঠিত কমিটির নেতৃবৃন্দদের শপথ বাক্য পাঠ করান, জলঢাকা উপজেলা মটর শ্রমিক ইউনিয়ন (২২০) এর সভাপতি মমিনুর রহমান (সিনিয়র)।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে