শরীয়তপুরের ডামুড্যায় সিড্যা ইউনিয়নের মধ্য সিড্যা গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় তারকাটা উঠানোর কাওয়াল (লোহার) আঘাতে মোঃ সিরাজুল ইসলাম মাঝী (৫৪) নামে একজন নিহত হয়েছেন।
বুধবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ৯টার সময় উপজেলার সিড্যা ইউনিয়ন মধ্য সিড্যা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোঃ সিরাজুল ইসলাম মাঝী (৫৪) উপজেলার সিড্যা ইউনিয়ন মধ্য সিড্যা গ্রামে মৃত্যু নুর বক্স মাঝীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সূত্রে জানাযায়, বুধবার সকালে বিরোধপূর্ণ জমিতে গেলে সিরাজুল ইসলামের সাথে তার প্রতিবেশী শরীফ মাঝীর বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে তারকাটা উঠানোর কাওয়াল (লোহা) দিয়ে আঘাত করে।
এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ভেদরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ব্যাপারে ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
যাযাদি/এসএস