বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

মাদ্রাসার অধ্যক্ষ শিক্ষার্থীদের যৌন নির্যাতনে শিক্ষার্থী-অভিভাবকদের মানববন্ধন

বেগমগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
  ৩০ অক্টোবর ২০২৪, ১৭:৫৮
আপডেট  : ৩০ অক্টোবর ২০২৪, ১৮:০৮
মাদ্রাসার অধ্যক্ষ শিক্ষার্থীদের যৌন নির্যাতনে শিক্ষার্থী-অভিভাবকদের মানববন্ধন
ছবি : যায়যায়দিন

নোয়াখালীর বেগমগঞ্জের আমানউল্যাপুরে জয়নারয়ানপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষার্থীদের যৌন নির্যাতনকারী দলবাজ ও দীর্ঘ আড়াই বছর ধরে মাদ্রাসায় অনুপস্থিত থেকে বেতনসহ নানা সুযোগ সুবিধা গ্রহণকারী অধ্যক্ষ আবু আফসার মোঃ মিজানুর রহমানকে অপসারণের দাবিতে শিক্ষাথী- অভিবভাকরা মানবববন্ধন করেছে।

বুধবার সকাল সাড়ে ১০ টার সময় বেগমগঞ্জের আমানউল্যাপুরের জয়নারায়পুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসা প্রাঙ্গনে এ মানববন্ধন হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারী মাদ্রাসার সাবেক ও বতমান শিক্ষার্থী এবং অভিভাবকরা জানান, গত আড়াই বছর আগে উক্ত মাদ্রাসার অধ্যক্ষ আফসার মোঃ মিজানুর রহমানের বিরুদ্ধে শির্ক্ষাথীদের যৌন নির্যাতনের অভিযোগে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার হলে তাকে বেগমগঞ্জ থানা পুলিশ গ্রেপ্তার করে এবং নির্যাতনের শিকার এক মাদ্রাসা ছাত্রের অভিভাবক বাদী হয়ে মামলা দায়ের করলে পুলিশ তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে।

তিনি কয়েকমাস জেল হাজত খাটে জামিনে বের হয়ে আসেন । কিন্তু পরে নিজেকে স্থাণীয় ওলামালীগের নেতা দাবি করে এবং তৎকালীন মাদ্রাসার সভাপতি ও আওয়ামীলীগের নেতাদের ছত্রছায়ায় থেকে গত আড়াই বছর ধরে শিক্ষা প্রতিষ্ঠানে না এসে সরকারি বেতন-ভাতাসহ সব সুযোগ সুবিধা ভোগ করেছেন।

দুশচরিত্রসহ নানা অনিয়মের সাথে জড়িত থাকায় তারা অধ্যক্ষকের বিরুদ্ধে সুষ্ঠ তদন্ত করে দ্রুত তাকে মাদ্রাসা থেকে অপসারনের জন্য সরকারের নিকট দাবি করেন তারা।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে