নারায়ণগঞ্জে রূপগঞ্জে বিশ্ব হাত দোয়া দিবস কর্মসূচি পালিত হয়েছে। গতকাল ৩১ অক্টোবর বৃহস্পতিবার উপজেলা পরিষদ কমপ্লেক্সে এ কর্মসূচি পালিত হয়। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূর্বাচল রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) উবায়দুর রহমান সাহেল। সভায় বক্তব্য রাখেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মুকিত আল মাহমুদ, উপ সহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার ইসমাইল হোসেন, উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা সারোয়ার জাহান, উপজেলা বন কর্মকর্তা সঞ্জয় হাওলাদারসহ আরো অনেকে। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে হাত দোয়া প্রদর্শনী করা হয়।
যাযাদি/এসএস