ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদেরকে মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এয়ারটেল অপারেটরের একটি নম্বর থেকে ২৭ ও ২৮ অক্টোবর ২ দিনে ৬ জন শিক্ষককে হুমকি দিয়েছে। এতে শিক্ষকরা অনিরাপদ বোধ করছেন।
এ ঘটনায় ওই বিদ্যালয়ের শিক্ষক মোছাঃ নাজনীন বুধবার বিকালে আখাউড়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক হুমকি পাওয়া একজন শিক্ষক বলেন, কে হুমকি দিচ্ছে বুঝতে পারছি না। হয়তো ছাত্ররা অথবা অন্য কেউ হুমকি দিতে পারে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবী জানাচ্ছি।
জানতে চাইলে আখাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল হাসিম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
যাযাদি/এসএস