বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

নাসিরনগরে উপজেলা ব্যাপী অযুখানা ও টিউবওয়েল নির্মাণ কাজের উদ্বোধন

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  ০৩ নভেম্বর ২০২৪, ১৬:১৪
নাসিরনগরে উপজেলা ব্যাপী অযুখানা ও টিউবওয়েল নির্মাণ কাজের উদ্বোধন
ছবি: যায়যায়দিন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মাওলানা আবু আহমদ কল্যাণ ট্রাস্ট ও রিবাতের যৌথ উদ্যোগে উপজেলা ব্যাপী অযুখানা ও টিউবওয়েল নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

রোববার (৩ নভেম্বর) সকালে উপজেলার বুড়িশ্বর ইউপির বুড়িশ্বর উত্তর গ্রাম মসজিদ প্রাঙ্গনে আনুষ্ঠানিক ভাবে নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। প্রথম ধাপের নির্মাণ পর্বে উপজেলা ব্যাপী বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে ২০ টি অজুখানা এবং ২০ নিরাপদ বিশুদ্ধ পানির নলকূপ স্থাপন করবে মাওলানা আবু আহমদ কল্যাণ ট্রাস্ট।

ট্রাস্টের চেয়ারম্যান মাওলানা কাজি আবু আহমদ মিয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাসিরনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া। এতে স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্টের সেক্রেটারি এডভোকেট আবু বকর ছিদ্দিক। সঞ্চালনায় ছিলেন, বুড়িশ্বর উত্তর গ্রাম হাফেজিয়া মাদ্রাসা ও মসজিদের ইমাম হাফেজ রায়হানুল হক।

এছাড়াও বক্তব্য রাখার পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বুড়িশ্বর উত্তর গ্রাম মসজিদের কোষাধ্যক্ষ হাজি আব্দুল মোতালেব মাস্টার, বুড়িশ্বর ইউপির সাবেক চেয়ারম্যান মো. ওয়ারিশ মিয়া, ট্রাস্টের সদস্য জনাব আবুল বাশার, মসজিদ ও মাদ্রাসার সেক্রেটারী ডা: মুহাম্মদ শাহজাহান মিয়াসহ বুড়িশ্বর ও শ্রীঘরের বিভিন্ন মসজিদের কমিটির সদস্য ও স্থানীয় বিশিষ্ট ব্যাক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন, শ্রীঘরের পীর সাহেব ও বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মুহাম্মদ নজরুল ইসলাম সাহেব।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে