বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

কালুখালীতে দপ্তর প্রধান ও সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি
  ১২ নভেম্বর ২০২৪, ১৬:৫৭
কালুখালীতে দপ্তর প্রধান ও সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়
ছবি : যায়যায়দিন

রাজবাড়ীর কালুখালীতে উপজেলা সরকারী অফিসের দপ্তর প্রধান ও সুধীজনদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুর ১ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবাগত রাজবাড়ী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

এসময় তিনি তার বক্তব্যে বলেন, মানুষ যাতে করে ঘরে বসে সেবা পায় সেই ব্যবস্থা করতে হবে। যারা সেবা নিতে আসেন তাদের কে ফিরিয়ে দেওয়া যাবে না। লোকবলের স্বল্পতার মধ্যেও সামর্থ অনুযায়ী সেবা প্রদান করবেন। সেবা প্রদান করতে না পারলে সমস্যা সমাধানের উপার বের করে দিবেন। আমাদের সকলে মিলে বাংলাদেশ কে সুখী সমৃদ্ধ করতে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। সময় পাল্টেছে বিশ্ব যেভাবে চলছে আমাদেরকেও সেভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে কালুখালী থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ জাহেদুর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ইসরাত জাহান উম্ম্ন, উপজেলা প্রকৌশলী তরুন কুমার পাল, উপজেলা কৃষি কর্মকর্তা পূর্ণিমা হালদার, প্রাণীসম্পদ কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম রতন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল আলিম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী এজাজ কায়সার, মহিলা বিষয়ক কর্মকর্তা তুহিনা সুলতানা, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আতাহর আলী, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ সাইফুদ্দিন আহমেদ, শিক্ষা অফিসার সরকার রওশন আরা, মৎস্য কর্মকর্তা খোন্দকার আবু বকর সিদ্দিক, কালুখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান প্রমূখ বক্তব্য রাখেন।

এছাড়াও জেলা প্রশাসক উপজেলা নির্বাহী অফিস, উপজেলা ভূমি অফিস, কালুখালী থানা, মাজবাড়ী ইউনিয়ন ভূমি অফিস, সাওরাইল ইউনিয়ন পরিষদ ও ভূমি অফিস পরিদর্শন করেন।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে