শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১

কালাইয়ে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
  ১২ নভেম্বর ২০২৪, ২০:৪৪
ছবি: যায়যায়দিন

জয়পুরহাটের কালাইয়ে সড়ক দুর্ঘটনায় আলী আনসার (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

নিহত আলী আনসার জেলার কালাই উপজেলার আহম্মেদাবাদ ইউনিয়নের বোড়াই গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে জয়পুরহাট- মোকামতলা আঞ্চলিক মহাসড়কের কালাই উপজেলার বালাইত মোড়ের নিকটবর্তী নির্মনাধীন আইসিটির ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের স্বজন এবং পুলিশ সূত্রে জানা গেছে, নিহত আলী আনসার গ্রামের বাড়ির নিজস্ব পুকুর থেকে মঙ্গলবার বিকালে মাছ ধরে। মাগরিবের নামাজ পড়ে ওই মাছ নিয় ক্ষেতলাল উপজেলার শালগুন গ্রামে তার বড় বোনের বাড়িতে যাচ্ছিলেন মোটরসাইকেল নিয়ে। পথে ঘটনাস্থলে পৌঁছিলে জয়পুরহাট থেকে বগুড়াগামী একটি ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এটির ঘটনাস্থলেই তিনি নিহত হন। তবে ঘটনাস্থল থেকে ট্রাকটি নিয়ে চালক দ্রত পালিয়ে যায়।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন সড়ক দুর্ঘটনায় আলী আনসার নামে এক ব্যাক্তি নিহত হওয়ার কথা নিশ্চিত করেছেন।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে