মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

ধুনটে মোবাইল কোর্টে ২ ব্যবসায়ীকে জরিমানা

ধুনট (বগুড়া) প্রতিনিধি
  ১২ নভেম্বর ২০২৪, ২১:০১
ধুনটে মোবাইল কোর্টে ২ ব্যবসায়ীকে জরিমানা
ছবি : যায়যায়দিন

বগুড়ার ধুনটে মোবাইল কোর্ট পরিচালনা করে ২ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার বিকালে ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের কান্তনগর বাজারে এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার খ্রিষ্টফার হিমেল রিছিল।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট হিমেল রিছিল জানান, মঙ্গলবার বিকালে ধুনট উপজেলার কান্তনগর বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যতালিকা সংরক্ষণ না করায় বাজারের এক বিক্রেতাকে ৫০০ টাকা এবং ট্রেড লাইসেন্স না থাকায় আরেক দোকানীকে ৫০০ টাকা জারমানা করা হয়। তবে জনস্বার্থে মোবাইল কোর্ট অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে