সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১

‘রাজবাড়ীকে দুর্নীতি-মাদকমুক্ত করতে কাজ করে যাবো’

কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি
  ৩০ নভেম্বর ২০২৪, ১৫:৪২
ছবি: যায়যায়দিন

রাজবাড়ী থেকে সন্ত্রাস-দুর্নীতি ও মাদকমুক্ত করতে কাজ করে যাবো। আমি অনেক আগে থেকেই রাজবাড়ীর মানুষের জন্য কাজ করে আসছি। এই এলাকার মানুষ শান্তিতে বসবাস করতে পারে সেই লক্ষ্য আমার। বিশেষ করে রাজবাড়ী-২ সংসদীয় আসন (পাংশা, কালুখালী ও বালিয়াকান্দি) উপজেলার মানুষ নিরাপদে থাকতে পারে, মানুষের মাঝে কোনো বিভেদ সৃষ্টি করতে দেওয়া যাবে না। নিজেদের এলাকার সমস্যা স্থানীয় মানুষেরাই সমাধান করবে।

শনিবার (৩০ নভেম্বর) বেলা ১১ টায় কালুখালী মহিলা কলেজ মাঠে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন লেফটেন্যান্ট জেনারেল (অব) এসএস মতিউর রহমান জুয়েল।

তিনি আরও বলেন, আপনারা সবাই জানেন আমি যখন বাংলাদেশ সেনাবাহিনীতে চাকুরী করি যশোর সেনানিবাসের জিওসি ছিলাম তখন রাজবাড়ী সেনানিবাস তৈরী করার জন্য নিরলসভাবে কাজ করেছি। ২০১৬ সালের ৭ জানুয়ারী তৎকালীন মহামান্য রাষ্ট্রপ্রতিকে কালুখালীতে নিয়ে আসছিলাম। যাতে করে এই এলাকার উন্নয়ন হয়। কিন্তু বিগত সরকারের এমপি সেনানিবাস যাতে না হয় সেই প্রচেষ্টা করেছেন। তারা পদ্মা নদী থেকে বালি উত্তোলন করে নদী ভাঙ্গনের সৃষ্টি করে। ঐ এলাকা বর্তমানে অনেকাংশ নদীগর্ভে বিলীন হয়েছে। আশা করি অতিদ্রæত এই যায়গায় ভালো কিছু হবে।

আমি এখন পর্যন্ত রাজনৈতিক কোনো প্রোগ্রাম করছি না। যারা আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে তারা একদিন পালানোর পথ পাবে না। জনগণই সকল ক্ষমতার উৎস্য। বাংলাদেশের নাগরিক হিসেবে আমার রাজনীতি করার অধিকার আছে। ভবিষ্যতে প্রয়োজন হলে রাজনীতি করবো।

যাযাদি/এআর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে