শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১

চৌগাছায় প্রধান শিক্ষক আব্দুল আজিজের বিদায় সংবর্ধনা

চৌগাছা (যশোর)  প্রতিনিধি
  ৩০ নভেম্বর ২০২৪, ২০:৩১
ছবি : যায়যায়দিন

যশোরের চৌগাছায় সরকারি শাহাদৎ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ অবসরে গেলেন।

শনিবার (৩০ নভেম্বর) স্কুলটির হল রুমে তাঁর বিদায় সংবর্ধনা জানানো হয়।

এতে সভাপতিত্ব করেন চৌগাছা শাহাদৎ পাইলট মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারঃ) শফি উদ্দীন। প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহা। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম রফিকুজ্জামান, চৌগাছা শাহাদৎ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র-শিক্ষক আব্দুল জলিল, ফারুক আক্তার, গোলাম হোসেন, হাফিজুর রহমান ও প্রেসক্লাব চৌগাছার সাধারণ সম্পাদক এম এ রহিম।

সহকারী শিক্ষক সাইফুল ইসলাম শিমুলের পরিচালনায় শিক্ষার্থীদের মধ্যে বক্তৃতা করেন ৯ম শ্রেণীর শিক্ষার্থী কাশমিম জামান, ৭ম শ্রেণীর শিক্ষার্থী অর্পা বিশ্বাস, ২০২৫ সালের এস এস সি পরীক্ষার্থী স্বচ্ছতা রহমান বর্ণনা ও তামিম ইকবাল, মিছিল হাসান প্রমুখ। ফারজিয়া বিনতে ফারুক বিদায়ী শিক্ষকরে জন্য মান পত্র পাঠ করেন।

পরে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা ও এ আন্দোলনে আহতদে সুস্থ্যতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে