হবিগঞ্জের লাখাইয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৪ ও মহান স্বাধীনতা দিবস ২০২৪ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
লাখাই উপজেলা প্রশাসনের আয়োজনে ইউএনও নাহিদা সুলতানার সভাপতিত্বে বুধবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সভা কক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় আসন্ন ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি উপস্থাপন ও আলোচনা করা হয় এবং বাস্তবায়নে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
আলোচনায় অংশগ্রহণ করেন লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব, বন্দে আলী, মোড়াকরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মোল্লা ফয়সল, মুড়িয়াউক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চেয়ারম্যান নোমান মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান মিজান, উপজেলা প্রকৌশলী মাহবুব হোসেন, লাখাই পল্লী বিদ্যুৎ এর ডিজিএম আসাদুজ্জামান অনুজ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ শিবলীজ্জামান, শিক্ষা কর্মকর্তা জামাল উদ্দিন, সমবায় কর্মকর্তা রুপালী রানী পাল, বামৈ সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশীদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়, লাখাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম, লাখাই রিপোটার্স ইউনিটির সভাপতি আলহাজ্ব মোঃ বাহার উদ্দিন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
যাযাদি/এসএস