বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

মুকসুদপুরে বিএনপির বিক্ষোভ মিছিল

মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি
  ০৫ ডিসেম্বর ২০২৪, ১০:০৩
মুকসুদপুরে বিএনপির বিক্ষোভ মিছিল
ছবি : যায়যায়দিন

ভারতের ত্রিপরা আগার তলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে উগ্রহিন্দত্ব বাদীরা হামলা করে ভাংচুর চালায় ও বাংলাদেশের পতাকা অবমাননা করে। এরই প্রতিবাদে গোপালগঞ্জের মুকসুদপুর বি এন পি ও তার অঙ্গ সংগঠন বিক্ষোভ মিছিল করেন। ৪ ডিসেম্বর সকালে মুকসুদপুর বি এন পি অফিস থেকে মিছিলটি বেরকরে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেন।

মিছিল কারীরা মিছিলে বলেন ভারতের দালালেরা হুশিয়ার সাবধান। মিছিল শেষে মুকসুদপুর চৌরঙ্গী মোড় সংক্ষিপ্ত বক্তব্যেদেন বিক্ষোভ কারীরা। বক্তব্যে মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আঃ ছালাম খান বলেন, সৈরাচারী প্রধান মন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

সব ষড়যন্ত্র মোকাবেলা করাহবে বলে তিনি জানান, এসময় আরো তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও রাষ্ট্র নায়ক তারেক রহমানের জন্য সবার কাছে দোয়া কামনা করেন এবং বি এন পির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিমুজ্জামান সেলিমের নেতৃত্বে মুকসুদপুরের সবাইকে ঐক্যবদ্ধ থাকার অনুরোধ করেন। এ সময় আরো বক্তব্যে রাখেন, মুকসুদপুর বি এন পির সাধারন সম্পাদক মোঃ তরিকুল ইসলাম রাজু, পৌর বি এন পির আবুল বশার টুলটু, সদস্য সচিব মশিউর রহমান মিন্টু, মুকসুদপুর সেচ্ছা সেবক দলের আহবায়ক মোঃ মেহেদি হাসান বিপ্লব, মুকসুদপুর যুবদলের যুগ্ম আহবায়ক কামরুজ্জামান স্বপন, মোঃ আছাদ শিকদার, সদস্য সচিব মোঃ মাহফুজ হাসান, মুকসুদপুর উপজেলা ছাত্রদল সভাপতি মোঃ হাবিবুর রহমান রইন, পৌর যুবদলের আহবায়ক মোঃ সাইফুজ্জামান লিটন, যুগ্ম আহবায়ক সোহান মিয়া, সাবেক পৌর বি এন পির সভাপতি মোঃ মোয়াজ্জেম হোসেন মিন্টু। এসময় বি এন পি ও অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে