বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

চিতলমারীতে পূবালী ব্যাংকের ইসলামী ব্যাংকিং কর্ণার উদ্বোধন

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি
  ১০ ডিসেম্বর ২০২৪, ১৫:২৪
আপডেট  : ১০ ডিসেম্বর ২০২৪, ১৫:৩২
চিতলমারীতে পূবালী ব্যাংকের ইসলামী ব্যাংকিং কর্ণার উদ্বোধন
ছবি : যায়যায়দিন

বাগেরহাটের চিতলমারীতে শরিয়াভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবার প্রতিশ্রুতি নিয়ে পূবালী ব্যাংক পিএলসি'র ইসলামী ব্যাংকিং কর্ণারের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ১১ টায় চিতলমারী উপ-শাখায় দোয়া অনুষ্ঠান ও ফিটা কেটে আনুষ্ঠানিকভাবে এ ইসলামি ব্যাংকিং কর্ণারের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পূবালী ব্যাংক পিএলসি’র উপ-মহাব্যবস্থাপক ও খুলনা অঞ্চল প্রধান শেখ মো. শামসুদ্দোহা। এ সময় উপস্থিত ছিলেন সহকারী মহাব্যবস্থাপক ও বাগেরহাট শাখা প্রধান কে. এম. রাসেল, চিতলমারী উপ-শাখার ব্যবস্থাপক মো. মোর্শেদ আলম, সিনিয়র অফিসার তন্ময় মন্ডল, চিতলমারী আলিয়া মাদ্রাসার সুপার মাওলানা ইদ্রিসুর রহমান, চিতলমারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস এস সাগর, সাধারণ সম্পাদক তাহিদুর রহমান বাবুসহ চিতলমারীর বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

যাযাদি/ এআর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে