নোয়াখালী জেলার চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) মো. মিজানুর রহমান চাটখিল সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে শুভেচ্ছা বিনিময় কালে উপস্থিত ছিলেন, চাটখিল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক যায়যায় দিন পত্রিকার চাটখিল প্রতিনিধি আবু নাছের মাহমুদ জুয়েল, সাধারণ সম্পাদক ও দৈনিক আজকের পত্রিকার চাটখিল প্রতিনিধি মামুন চৌধুরী।
চাটখিল সাংবাদিক ইউনিয়নের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক মানবকন্ঠ পত্রিকার প্রতিনিধি সাইফুল ইসলাম বাবর, দৈনিক সময়ের আলো পত্রিকার প্রতিনিধি আবু ছালেহ মাহমুদ চঞ্চল, দৈনিক জনবানী পত্রিকার প্রতিনিধি আব্দুল আউয়াল, রূপালী বাংলাদেশ প্রতিনিধি ওমর ফারুক ও চাটখিল ইউনিয়নের সাথে কর্মরত সাংবাদিকবৃন্দ।
শুভেচ্ছা বিনিময় কালে নবনিযুক্ত (ইউএনও) জানান, আমি চাটখিলে নতুন এসেছি তাই সকল সাংবাদিকসহ ও বিভিন্ন শ্রেণীর পেশার মানুষের সহযোগিতায় চাটখিলকে একটি সুন্দর উপজেলা হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন।
যাযাদি/ এম