বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

ডামুড্যায় ইটভাটাকে জরিমানা

শরীয়তপুর সদর প্রতিনিধি
  ১৩ ডিসেম্বর ২০২৪, ১৮:৪২
আপডেট  : ১৩ ডিসেম্বর ২০২৪, ১৮:৪৩
ডামুড্যায় ইটভাটাকে জরিমানা
ছবি : যায়যায়দিন

শরীয়তপুরের ডামুড্যা কাগজপত্র না থাকায় মেসার্স পাইক (হাওলাদার) ব্রিকস নামক ইটভাটা গুড়িয়ে দিয়েছে প্রশাসন।

শুক্রবার (১৩ ডিসেম্বর) ডামুড্যা উপজেলার পুর্বডামুড্যা ইউনিয়নের চেউয়াতলী এলাকায় ডামুড্যা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আব্দুল মালেক

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ইটভাটা মালিক কে ২ লাখ টাকা জরিমানা ও এক্সেভেটর দিয়ে কিলন ভেঙ্গে ফায়ার সার্ভিসের সহযোগিতায় পানি দিয়ে চুলোটি নিভিয়ে ইট ভাটার কার্যক্রম বন্ধ করে দেয়। অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর শরীয়তপুর এর সহকারী পরিচালক মোঃ রাসেল নোমান।

পরিবেশ অধিদপ্তরের শরীয়তপুর জেলা সহকারী পরিচালক মোঃ রাসেল নোমান বলেন,অবৈধ ভাবে তারা দির্ঘদিন যাবত ইট তৈরির কার্যক্রম চালিয়ে আসছিল। তাই আজকে ডামুড্যা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আব্দুল মালেক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২ লাখ টাকা জরিমানা করা হয়।ও ইটভাটাটি বন্ধ করে দেয়া হয়।জেলায় অবৈধ ইটভাটা বন্ধের অভিযান অব্যাহত রয়েছে।

ভ্রাম্যমান আদালতে ডামু্ড্যা ফায়ার সার্ভিস, ডামুড্যা থানার পুলিশ সদস্যবৃন্দ, শরীয়তপুর জেলা পরিবেশ অধিদপ্তর এর সকল সদস্য উপস্থিত ছিলেন।

যাযাদি/ এআর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে