সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

আব্দুল্লাহ আরেফের অভিযানে সাবেক মেয়র জাহাঙ্গীরের ক্যাশিয়ার রুহুল আমিন আটক

খুলনা অ‌ফিস
  ১৪ ডিসেম্বর ২০২৪, ১৮:৫৩
আব্দুল্লাহ আরেফের অভিযানে সাবেক মেয়র জাহাঙ্গীরের ক্যাশিয়ার রুহুল আমিন আটক
ছবি : যায়যায়দিন

আন্টি টেরোরিজম ইউনিটের পুলিশ সুপার আব্দুল্লাহ আরেফের নেতৃত্বে গত রাতে উত্তরায় একটি বাড়িতে একটি রুদ্ধশ্বাস অভিযান পরিচালিত হয়। অভিযানে রুহুল আমিন মন্ডল, সাবেক আওয়ামী লী‌গের মেয়র জাহাঙ্গীরের ক্যাশিয়ার হিসেবে পরিচিত গ্রেপ্তার হয়েছেন।

উল্লেখ্য, জাহাঙ্গীরের সাথে সম্পর্ক কাজে লাগিয়ে, এই রুহুল আমিন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের, সহ-সভাপতি বনে যায়। জাহাঙ্গীরের মতো গাজীপুরের অন্যতম দুর্নীতিবাজ ও সন্ত্রাসী মেয়রের ক্যাশিয়ার হিসেবে, এই রুহুল আমিন মন্ডল জাহাঙ্গীরের গার্মেন্টস ব্যবসা থেকে শুরু করে সবধরণের ব্যবসার দেখাশোনা করতো।

গত ৫ আগস্টের পর জাহাঙ্গীর সিঙ্গাপুরে পালিয়ে যাওয়ার পর থেকেই, এই রুহুল আমিনই জাহাঙ্গীরের সবগুলো ব্যবসার, দেখাশোনা করে আসছিলো। গাজীপুর এবং ঢাকায় এই রুহুল আমিন মন্ডলের বিরুদ্ধে সর্বমোট পাঁচটি মামলা দায়ের ছিল।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই বেলা ৩ টার দিকে, গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর, ছাত্রলীগের কতিপয় ক্যাডার নিয়ে হাউজবিল্ডিং এলাকাতে আসলে, উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। ওই সময় জাহাঙ্গীরের পিএস আতিকুর রহমান জুয়েল এবং এই ক্যাশিয়ার রুহুল আমিন মন্ডল, ঘটনাস্থলেই এলোপাথাড়ি গুলি করে ৫ জন ছাত্রকে মেরে ফেলে। পরে উত্তেজিত জনতা জাহাঙ্গীরকে পিটিয়ে আহত করে, জাহাঙ্গীরের পিএসকে পিটিয়ে মেরে ল্যাম্পপোস্টে ঝুলিয়ে রাখে।

তবে ওই ঘটনায় রুহুল আমিন মন্ডল কৌশলে জনতার হাত থেকে প্রাণে বেঁচে যায়। ছাত্র গণহত্যার ঐদিনের ঘটনার দায়ে এই রুহুল আমিন মন্ডলের বিরুদ্ধে, উত্তরা থানায় মামলাও দায়ের ছিল। এতদিন ধরে গ্রেপ্তার এড়িয়ে চলা এই রুহুল আমিনকে অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে উত্তরায় অভিযান চা‌লি‌য়ে গ্রেপ্তার ক‌রেন ।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে