সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

বক্তাবলী ইউনিয়ন মৎসজীবি দলের কমিটি গঠন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
  ১৪ ডিসেম্বর ২০২৪, ২০:০০
বক্তাবলী ইউনিয়ন মৎসজীবি দলের কমিটি গঠন
ছবি: যায়যায়দিন

নারায়ণগঞ্জ সদর উপজেলার সকল ধরনের অপপ্রচার আমলে না নিয়ে বক্তাবলী ইউনিয়ন মৎসজীবি দলের কমিটি ঘোষণা করা হয়েছে। মোশারফ ফকিরকে সভাপতি, নুর নবীকে সিনিয়র সহসভাপতি, আনোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক এবং ইউসুফ আলীকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

শনিবার (১৪ ডিসেম্বর) বিকালে বক্তাবলীর লক্ষীনগর প্রাইমারী স্কুল মাঠে এক আলোচনা সভা শেষে বক্তাবলী ইউনিয়ন মৎসজীবি দলের কমিটি ঘোষণা করেন।

কমিটি ঘোষণার আগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের মুক্তির দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তাবলী ইউনিয়ন মৎসজীবি দলের নব-গঠিত কমিটির সভাপতি মোশারফ ফকিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক লিংকন খান। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎসজীবি দলের সভাপতি এইচ এম হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎসজীবি দলের সিনিয়র সহসভাপতি মুন্সি মো; শাহজালাল, বক্তাবলী ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম প্রধান, সাবেক যুগ্ম আহবায়ক নুর হোসেন, ফতুল্লা থানা মৎসজীবি দলের সভাপতি সলিমুল্লাহ হ্রদয়, সাধারণ সম্পাদক জুনায়েদ শুভ, বক্তাবলী ইউনিয়ন বিএনপি নেতা জয়নাল আবেদীন ফকির, এড নুরুল আমিন মাসুম, বিএনপি নেতা জাকির সরদার প্রমুখ।।

এসময় আরো উপস্থিত ছিলেন জেলা মৎসজীবি দল সাংগঠনিক সম্পাদক তারেক হাসান শুভ, দপ্তর সম্পাদক আদনান ইব্রাহিম, ফতুল্লা থানা মৎসজীবি দলের সিনিয়র সহসভাপতি শাকিল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল বেপারী, বিএনপি নেতা মো: বাদশা, খোরশেদ গাজী, আওলাদ হোসেন সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে