ভাঙ্গায় কাভার্ড ভ্যানের চাপায় মো. নাইম মন্ডল (২০) নামক এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। তার বাড়ি ভাঙ্গা পৌরসভার ৬নং ওয়ার্ডের ছিলাধরচর মহল্লায়। তিনি ওই মহল্লার আমিনুল ইসলাম মন্ডলের ছেলে। তাদের গ্রামের বাড়ি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলায়। তিনি কয়েক বছর যাবত পরিবার-পরিজন নিয়ে ভাঙ্গায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন।
ঘটনাটি ঘটে সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা পৌরসভার হাসামদিয়া মহল্লার আন্ডারপাস এলাকায়।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, ভাঙ্গা- ঢাকা এক্সপ্রেসওয়ের হাসামদিয়া মহল্লার সার্ভিস রোডে একটি বেপরোয়া গতির কাভার্ড ভ্যানের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলে ভ্যানচালকের মৃত্যু হয়।
উল্লেখ্য, কাভার্ড ভ্যানটি ভাঙ্গার দিক থেকে ঢাকায় যাচ্ছিলো। ভ্যানটি বিপরীত দিক থেকে এসে এক্সপ্রেসওয়ের আন্ডারপাসের ভিতর দিয়ে বের হওয়া মাত্রই কাভার্ড ভ্যানটি ভ্যানচালককে ধাক্কা দেয়। ভ্যানচালক রাস্তার উপর ছিটকে পড়ে মাথা আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
ভাঙ্গা হাইওয়ে থানার উপ পরিদর্শক মো: আব্দুল্লাহেল বাকী ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি বলেন, কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। কাভার্ড ভ্যানের চালক মোঃ আব্দুল কাদের (৪০) ও হেল্পার আলমগীর (২৪) কে আটক করা হয়েছে। তাদের গ্রামের বাড়ি কুষ্টিয়ায়।
যাযাদি/ এসএম