বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

রামগড়ে পুতুল ফাউন্ডেশনের মেধাবৃত্তি-পুরস্কার বিতরণ

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি
  ২৬ ডিসেম্বর ২০২৪, ২০:১২
রামগড়ে পুতুল ফাউন্ডেশনের মেধাবৃত্তি-পুরস্কার বিতরণ
ছবি: যায়যায়দিন

খাগড়াছড়ির রামগড়ের সামাজিক সংগঠন পুতুল ফাউন্ডেশনের পুতুল স্মৃতি মেধাবৃত্তি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মো: হাসনাত মোর্শেদ ভূইয়া।

পুতুল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের গ্যাস্ট্রো এন্টারোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. নিখিল চন্দ্র নাথের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতা আফরিন, রামগড় সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মংসাজাই মারমা, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মঈন উদ্দীন, জেলা বিএনপির সহ সভাপতি হাফেজ আহমেদ ভূইয়া, খাগড়াছড়ি জেলা পরিষদের সাবেক সদস্য মংপ্রু চৌধুরী ।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক(অব:) মো: আবদুল কাদের, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী নাজমুল ইসলাম, সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো: রাশেদুল ইসলাম, ইত্তেফাকের খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ও রামগড় প্রেসক্লাবের সভাপতি মো: নিজাম উদ্দিন লাভলু, শিক্ষার্থী নূর এ তাহির আরাবী ও ইসরাত জাহান চৌধুরী সিফাত। আলোচনাসভা শেষে অতিথিরা শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি ও পুরস্কার বিতরণ করেন।

যাযাদি/ এআর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে