বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

বেগমগঞ্জে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালী 

বেগমগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
  ০১ জানুয়ারি ২০২৫, ১৯:৫০
বেগমগঞ্জে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালী 
ছবি: যায়যায়দিন

নোয়াখালীর বেগমগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও সমাবেশ হয়েছে।

বুধবার বিকেলে জেলার প্রধান বাণিজ্য কেন্দ্র চৌমুহনীতে বেগমগঞ্জ উপজেলা ছাত্রদলের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী বেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চৌমুহনী পুর্ব বাজারের কাচারী জামে মসজিদের সামনে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেলের সভাপেিতত্ব সমাবেশে বক্তব্য রাখেন বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামাক্ষ্যা চন্দ্র দাস, সাধারন সম্পাদক মাহফুজুল হক আবেদ, চৌমুহনী পৌর বিএনপির সভাপতি জহির উদ্দিন হারুন, সাধারন সম্পাদক মহসিন আলম, উপজেলা যুবদলের আহবায়ক রুস্তম আলীসহ বিএনপিসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন ছাত্রদল হলো বিএনপির ভ্যানগার্ড। তাই আগামীতে বিএনপির যে কোন আন্দোলন সংগ্রামে ছাত্রদলের প্রতিটি সদস্য রাজপথে থেকে দলীয় যে কোন সিদ্ধান্ত বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করবে।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে