বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

নবাবগঞ্জে বিএনপির শীতবস্ত্র বিতরণ

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
  ০৪ জানুয়ারি ২০২৫, ১৭:৪৬
নবাবগঞ্জে বিএনপির শীতবস্ত্র বিতরণ
ছবি: যায়যায়দিন

দিনাজপুরের নবাবগঞ্জে ৪ জানুয়ারী শনিবার সকালে উপজেলা হলরুমে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দুস্ত ও শীতার্থদের মাঝে প্রধান অতিথি হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন উপজেলার এতিমখানা গীর্জা ও মন্দিরে ১৫০০ কম্বল বিতরণ করেন।

বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন নবাবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ তরিকুল ইসলাম,সহ-সভাপতি আনারুল ইসলাম আনু, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ মোঃ ইকবাল হোসেন, হিন্দু-বৌদ্ধ সংগঠনের প্রতিনিধি উত্তম কুমার।

এ সময় উপস্থিত ছিলেন, দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ আতিকুর ইসলাম রাজা, জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ২ নং বিনোদনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম ফতেহ,জেলা বিএনপির সদস্য মোঃ আবু তাহের ক্বারী,উপজেলা বিএনপির দফ্তর সম্পাদক মোঃ রবিউল ইসলাম, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ মশিউদ দৌলা, অ্যাডভোকেট নজমাল হক, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ মোক্তাদির হোসেন বকুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ সাজ্জাদ আল মামুন, কৃষক দলের সভাপতি মোঃ কবিরুল ইসলাম বকুল মহিলা দলের সদস্য মোছাঃ লিপি বেগম ও নিলুফা ইয়াছমিন প্রমুখ।

যাযাদি / এআর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে