জয়পুরহাটের কালাইয়ে হতদরিদ্র শীতার্তদের মাঝে ১৯০টি কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে কালাই পৌরসভার পক্ষ থেকে এসব কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং পৌরসভার প্রশাসক শামিমা আক্তার জাহান।
উল্লেখ্য, কালাই উপজেলার মাত্রায় ও উদয়পুর ইউনিয়নের অন্তর্গত আশ্রয়ন প্রকল্প এলাকার ১৯০ জন বাসিন্দার মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন কালাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেখার রহমান, মাত্রাই ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল হান্নান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কালাই শাখার সমন্বয়ক তানিম সরকার প্রমুখ।
ইউএনও শামিমা আক্তার জাহান বলেন, প্রধান উপদেষ্টার দপ্তর থেকে পাওয়া , ১ হাজার ৪০০টি, দূর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় থেকে পাওয়া , ৭০০টি এবং উপজেলা পরিষদের অর্থায়নে ক্রয় করা ২ হাজার কম্বল বিতরণ ইতোমধ্যে সম্পন্ন বিতরণ করা হয়েছে। আগামী সপ্তাহের মধ্যে আরও ১ হাজার কম্বল বিতরণের পরিকল্পনা আছে। তাছাড়া সরকারি ভাবে আরও যত শীতবস্ত্র বরাদ্দ পাওয়া যাবে, উপজেলার ছিন্নমূল ও হতদরিদ্র শীতার্ত মানুষের মধ্যে তা দ্রুত বিতরণ করা হবে।
যাযাদি / এসএম