নোয়াখালীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ও বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু'র তত্বাবধানে অসহায় এক হাজার তিনশত শীতার্থ মানুষের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে বেগমগঞ্জের হাজীপুরে সৌদি আরব দাম্মাম শাখা বিএনপির আহবায়ক বিশিষ্ট সমাজ সেবক হাজী বাহার উল্যাহর উদ্যোগে এ শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামাখ্যা চন্দ্র দাস।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক রুস্তম আলী, উপজেলা কৃষকদলের সহ সম্পাদক আবদুল মতিনসহ দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে সকলের নিকট দোয়া কামনা করে সমাজের অসহায় এ সব শীতার্থ মানুষের মাঝে বিত্তশালীদের এগিয়ে আসার আহবান জানান।
পরে শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল তুলে দেয়া হয়।
যাযাদি/ এআর