কিশোরগঞ্জের ভৈরবে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে সাংবাদিকদের সঙ্গে উপজেলা প্রশাসনের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১২ টায় উপজেলা পরিষদ হলরুমে এই সভাটি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী ইশতিয়াক আহমেদ, মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হোসেন, ভৈরব টেলিভিশনের জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সভাপতি আসাদুজ্জামান ফারুক, ভৈরব রিপোর্টাস ক্লাব ও ইউনিটির সভাপতি তাজুল ইসলাম তাজ ভৈরবী, ভৈরব প্রেস ক্লাবের সদস্য সচিব সোহেলুর রহমান, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক সুমন মোল্লা, বাংলা ভিশন টিভি ভৈরব প্রতিনিধি সত্যজিৎ দাস ধ্রুব, জি টিভির ভৈরব প্রতিনিধি এম এ হালিম প্রমুখ।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন তারুণ্যের উৎসবের কার্যক্রম গুলো উল্লেখ করে বলেন, এবারের আয়োজনে পরিচ্ছন্নতা ও সচেতনতা মূলক কার্যক্রম, অ্যাওয়ার্ড বৃত্তি প্রদান, মেলা ও সাংস্কৃতিক আয়োজন, প্রতিভা অন্বেষণ, প্রদশর্নী ও প্রচার প্রকাশ, সভা, সমাবেশ কর্মশালা ও সেমিনার আয়োজন ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন রাখা হয়েছে। এসকল কার্যক্রম সফল করতে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।
এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে ইউএনও বলেন, তরুণ প্রজন্মকে মাদকের বয়াবহতা থেকে মুক্ত করতে ও ভৈরবের বেড়ে যাওয়া ছিনতাই প্রতিরোধের সাংবাদিক ও স্থানীয়রা এগিয়ে আসতে হবে। এছাড়াও মাদক ও ছিনতাই প্রতিরোধে পুলিশ, র্যাব, সেনাবাহিনীসহ দ্রুত সময়ের মধ্যে আলোচনার মাধ্যমে সমাধানের কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
আলেচনা সভায় ভৈরবের বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
যাযাদি / এআর