মুন্সীগঞ্জের সিরাজদিখানে সারা বাংলা ৮৮ ফাউন্ডেশনের শীতবস্ত্র, বৃক্ষরোপণ ও খাবার বিতরণ করা হয়। শুক্রবার বেলা ১২ টায় উপজেলার মালখানগর ইউনিয়নের কাজীরবাগ গ্রামে হযরত ফাতেমা (রাঃ) মহিলা মাদরাসায় এ কম্বল, গাছের চারা রোপণ ও মাদরাসার ছাত্রীদের মাঝে খাবার বিতরণ করা হয়।
সারা বাংলা ৮৮ ফাউন্ডেশনের ব্যাবস্থাপনায়, মুন্সীগঞ্জ প্যানেলের আয়োজনে ও মাদরাসা কমিটির সহযোগিতায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসা প্রতিষ্ঠাতা পরিচালক ডা. সেলিম চৌধুরী। অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সারা বাংলা ৮৮ ফাউন্ডেশনের মুন্সীগঞ্জ প্যানেলের কো-অর্ডিনেটর, মহসিন দেওয়ান লিটন, জয়েন্ট কো-অর্ডিনেটর, জাফর ইকবাল, মো ইকবাল হোসেন, উপদেষ্টা শাহনাজ পারভীন বিথী, কাজী নজরুল ইসলাম বাবুল, আরিফ হোসেন, মো. নজরুল ইসলাম।
আরো উপস্থিত ছিলেন, হুমায়ুন কবির, বিপ্লব আলম, হেমায়েত, হ্যাপি, হুসনে আরা, সাইদুর রহমান, ইমতিয়াজ হামিদ, আ. হাই, আকমল হোসেন, আবুল কালাম, শাজাহান সিরাজ, মামুন আল রাসেদ।
এছাড়া মাদরাসা কমিটির সভাপতি হাজী আব্দুল হামিদ মিন্টু ও সাধারণ সম্পাদক নাদিম আহমেদ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
যাযাদি/ এম