নোয়াখালীর বেগমগঞ্জ থানা পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ০১টি বিদেশী পিস্তল, ০১টি দেশীয় এলজি, ০১ রাউন্ড পিস্তলের গুলি ও ০৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করে। ২ জন সন্ত্রাসী কে গ্রেফতার করা হয়। বেগমগঞ্জ মডেল থানার এসআই (নিরস্ত্র) কুতুব উদ্দিন খান লিয়ন সঙ্গীয় এএসআই (নিরস্ত্র) মোঃ দেলোয়ার হোসেন ও সঙ্গীয় ফোর্স এবং সেনাবাহিনীর যৌথ টহল টিম সহ ১০ জানুয়ারি বিকালে বেগমগঞ্জ মডেল থানাধীন ৫নং ছয়ানী ইউনিয়নের বড় মেহেদীপুর সাকিনস্থ জনৈক হাফেজের মেহেগুনী বাগানের ভিতর অভিযান পরিচালনা করে।
সন্ত্রাসী নাজমুল ইসলাম রাসেল (২৬), পিতা-আব্দুল মান্নান, মাতা-রাসেদা বেগম, সাং-ভবানী জীবনপুর ৩নং ওয়ার্ড, ৫নং ছয়ানী ইউপি, নুর মোহাম্মদ বাবুল (২৫), পিতা-মৃত নুরুল ইসলাম, মাতা-শিরিন আক্তার, সাং-তালিবপুর (গনক বাড়ি), ৬নং ওয়ার্ড, ৫নং ছয়ানী ইউপি,থানা-বেগমগঞ্জ, জেলা-নোয়াখালীদ্বয়কে গ্রেফতার করে। এসময় আসামীদ্বয়ের হেফাজত হতে ১টি বিদেশী পিস্তল, ১টি দেশীয় এলজি, ১ রাউন্ড পিস্তলের গুলি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
বেগমগঞ্জ থানার ওসি লিটন দেওয়ান জানান,গ্রেপ্তারকৃতরা এলাকায় বিভিন্ন সময় অস্ত্র প্রদর্শন করে নিজেদের আধিপত্য বিস্তারসহ সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছে মর্মে জানা যায়। ঘটনার বিষয়ে বেগমগঞ্জ মডেল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
যাযাদি/ এস