বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

সিরাজদিখানে কম্বল বিতরণ

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
  ১৪ জানুয়ারি ২০২৫, ১৭:২৩
সিরাজদিখানে কম্বল বিতরণ
ছবি: যায়যায়দিন

মুন্সীগঞ্জের সিরাজদিখানে খালেদা জিয়ার রোগমুক্তি কামণায় দোয়া ও ৫ শতাধিক শীতার্তদের কম্বল উপহার দিয়েছেন বিএনপি কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু।

মঙ্গলবার দুপুরে উপজেলার বাড়ৈপাড়ার গ্রামে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সপু বলেন, বিএনপি এই সরকারকে সার্বিক সহযোগিতা করে যাচ্ছে, স্বল্প সময়ের মধ্যে এই সরকারকে প্রয়োজনীয় সংস্কার করে, অনতিবিলম্বে নির্বাচনের প্রস্তুতি ও তারিখ দিতে হবে। জনগণ একটা অবাধ, সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় রয়েছে।

দীর্ঘদিন দেশের জনগণ নিজের ভোট দিতে পারে নাই। স্বৈরাচার খুনি হাসিনা ও তার পরিবার ৮০ হাজার কোটি টাকা পাচার করেছে। এ দেশের জনগণের এই টাকা৷ অনুষ্ঠানে আরো অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল, জেলা যুবদলের ১নং যুগ্ন সম্পাদক ইকবাল হোসেন, জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাধারণ সম্পাদক মো. জসিম মোল্লা, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সম্পাদক আলমগীর কবির, জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মো. ফাহাদসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে