বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

শীতার্তদের মাঝে ২০ বিজিবির শীতবস্ত্র বিতরণ

বিরামপুরে (দিনাজপুর) প্রতিনিধি
  ১৪ জানুয়ারি ২০২৫, ২০:৪২
শীতার্তদের মাঝে ২০ বিজিবির শীতবস্ত্র বিতরণ
ছবি: যায়যায়দিন

২০ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জয়পুরহাট ব্যাটালিয়নের পক্ষথেকে দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার সীমান্ত এলাকার ভাইগড় কোম্পানী সদরসহ ব্যাটালিয়নের সীমান্ত এলাকার বিভিন্ন বিওপিতে শীতার্ত ও দুঃস্থের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে ব্যাটালিয়নের ভাইগড় কোম্পানী সদরের মুল গেইটে উন্মুক্ত মঞ্চে ২০ বর্ডার গার্ড বাংলাদের (বিজিবি) জয়পুরহাট ব্যাটালিয়নের অধীনায়ক লেঃ কর্ণেল নাহিদ নেওয়াজ সীমান্ত এলাকার কাটলা ইউনিয়নের খিয়ারমামুদপুর ও জোতবানী ইউনিয়নের কসবাসাগরপুর, নিশিবাপুর ও জগনাতপুরের গরীব, অসহায় ও দুঃস্থ বৃদ্ধ,বৃদ্ধা, মানসিক প্রতিবন্ধিদের হাতে শীত বস্ত্র কম্বল তুলেদেন।

এ সময় ভাইগড় কোম্পানী সদরেরকোম্পানী কমান্ডার সুবেদার কে আলম সহ আরো অন্যান্য বিজিবি সৈনিকবৃন্দ শীত বস্ত্র বিতরণে ব্যাটালিয়ন অধীনায়ককে সহায়তা করেন।

এ সময় লেঃ কণেল নাহিদ নেওয়াজ যায়যায়দিন কে বলেন, ব্যাটালিয়নের অন্তর্ভুক্ত ভাইগড় কোম্পানী সদরসহ সীমান্তবর্তী বেশ কয়টি বিওপি এলাকায় স্থানীয় জন প্রতিনিধিও সুধীজনদের নিয়ে বিজিবি'র পক্ষথকে সাড়ে তিনশত কম্বল বিতরণ করা হয়ছে।

যাযাদি/ এআর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে