দীর্ঘ ১৫ বছর পর কিশোরগঞ্জের নিকলী উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ১১টায় নিকলী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক এড. শাহ ওয়ারেছ আলী মামুন ।
সম্মেলন উদ্বোধন করেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল আলম বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াব আকন্দ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল ও প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম। দ্বিবার্ষিক-বার্ষিক সম্মেলনে দ্বিতীয় পর্বে কাউন্সিলের মাধ্যমে সরাসরি ভোটে সভাপতি নির্বাচিত হন এড. বদরুল মোমেন মিঠু( তার প্রাপ্ত ভোট ২২৯) তার নিকটতম প্রার্থী শফিকুল ইসলাম রাজনের(প্রাপ্ত ভোট ২১০) ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন আতিকুল ইসলাম হেলিম তালুকদার (প্রাপ্ত ভোট ১৮৭ ভোট) নিকটবর্তী প্রার্থী এড. জিল্লুর রহমান (প্রাপ্ত ভোট ৮১) কাউন্সিলে মোট ভোটার সংখ্যা ৪৯৭ জন।
যাযাদি/ এসএম