শরীয়তপুরের গোসাইরহাটে সরকারি খাস জমির দখলকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির নেতাকে প্রাননাশের হুমকি দিয়েছে আলাওলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা বাচ্চু সরদারের ছেলে কবির হোসেন সরদার।
সোমবার (১৩ জানুয়ারি) সন্ধার সময় আলাওলপুর ইউনিয়নের বিএনপির অঙ্গসংগঠন বিক্ষোভ মিছিল করেন৷
স্থানীয় সূত্রে জানা গেছে, বালুচর ভ্যালি ব্রিজ সাথে উত্তর কোদালপুর মৌজায় নাজমুল বকাউলদের জমির মাথায় ১নং খাস খতিয়ানের কিছু জমির অংশ বাজার মিলানোর স্বার্থে ব্যবসায়ীরা দোকান নির্মাণ করে ঐখানে বীর মুক্তিযোদ্ধা বাচ্ছু সরদার একটি দোকান নির্মাণ করে এবং ওই দোকান স্থানীয় একজনের কাছে ভাড়া দেয়।
গত ১১ তারিখে শনিবার সেই দোকানের ভাড়াটিয়াকে বের করে দিয়ে তালা মেরে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দরা এবং সেখানে একটি ইউনিয়ন বিএনপি কার্যালয়ের ব্যানারো লাগিয়ে দেয় সে দোকানকে কেন্দ্র করে এই ঘটনা৷
বিক্ষোভ মিছিলের পরে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন- আলাওলপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক বিএম রিপন আহমেদ, আলাওলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রাসেল ঢালী, সাবেক সাধারন সম্পাদক উপজেলা স্বেচ্ছাসেবকদল সালাউদ্দিন ঢালী, আফজাল মুন্সি ইউনিয়ন বিএনপি নেতা, হানিফ সোহেল ঢালী ইউনিয়ন বিএনপির নেতা, নাঈম ঢালী উপজেলা ছাত্রদল, কাজী কাশেম যুগ্ন আহবায়ক ইউনিয়ন যুবদল, কাজী মামুন যুবদল নেতা, ইউনিয়ন যুবনল নেতা, পেদা নজরুল সফিক ফকির, জাকীর বেপারী, কে.এম সাইফুল ইসলাম, ছাত্রদল নেতা হানিফ মাহমুদ রিংকু ঢালী ইব্রাহিম খলিল ঢালী বিএম মাঈন উদ্দিন।
যাযাদি/ এসএম