প্রায় এক যুগ আগে স্বামীকে হারিয়েছেন শুকুরজান বেগম (৮২)। নিঃসন্তান শুকুরজানের খোঁজখবর নেওয়ার কেউ নেই৷ তিনবেলা কোনোরকম খাবার জুটলেও শীত নিবারনের জন্য ছিলো না তার ভালো কোন শীতবস্ত্র।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) তিনি এসেছিলেন নিজ ইউনিয়ন ধুলশুড়ার আবিধারা এলাকায়। সেখানে তার হাতে একটি কম্বল তুলে দেয় ডেবনেয়ার গ্রুপ।
কম্বল পেয়ে খুশিতে কান্নাজড়িত কণ্ঠে শুকুরজান বলেন, আমার কেউ নাই। টালের (শীতের) মধ্যে কম্বল পাইয়্যে (পেয়ে) খুব উপকার হইলো৷ রাইতে এহন ভালো মতো ঘুমাইবের পারুম (পারবো)।
শুকুরজানের মতো ১০ হাজার দরিদ্র ও নিম্নআয়ের মানুষের মাঝে উন্নতমানের কম্বল বিতরণ করেছে শিল্পপ্রতিষ্ঠান ডেবনেয়ার গ্রুপ। মাঘের এই হাড়কাঁপানো শীতে অস্বস্তিতে থাকা মানুষের জন্য ডেবনেয়ার গ্রুপের মানবিক এই উদ্যোগ প্রশংসা কুড়াচ্ছে মানুষের কাছে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ধুলশুড়া ইউনিয়নে ডেবনেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আইয়ুব খানের নিজ বাড়ি প্রাঙ্গণ থেকে এসব কম্বল বিতরণ করা হয়।
কম্বল পেয়ে ধুলশুড়া গ্রামের আয়নাল বেপারী (৯২) বলেন, শীতের মধ্যে কম্বল পেয়ে খুব উপকার হলো৷ খান পরিবার থেকে আমাদের প্রতিবছরই কম্বল দেওয়া হয়। এছাড়া, এলাকার দরিদ্রদের বিয়ে, অসুস্থতার জন্য আর্থিক সহায়তা, ঈদের সময় খাদ্য ও পোশাক দিয়েও সহায়তা করা হয়।
ডেবনেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আইয়ুব খান এফসিএ বলেন, ডেবনেয়ার গ্রুপ সবসময়ই দেশের দরিদ্র জনগণের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে। এই শীতে অসহায়দের সাহায্য করতে পেরে আমাদের প্রতিষ্ঠান গর্বিত। আমরা বিশ্বাস করি, সমাজের প্রতি আমাদের দায়িত্ব পালন করা আমাদের প্রথম কর্তব্য।
বাবুরহাটি গ্রামের মঞ্জু রাণী সরকার বলেন, ডেবনেয়ার গ্রুপকে অনেক ধন্যবাদ। কম্বল পেয়ে আমরা খুব খুশি। আমরা সবাই ডেবনেয়ার গ্রুপের উন্নতি কামনা করি।
বিতরণকালে উপস্থিত ছিলেন ডেবনেয়ার গ্রুপের কো-অর্ডিনেটর ও সিএসআর প্রধান মো. সাহেদ খান, আজিমনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলী আকবর খান, স্থানীয় প্রতিনিধি মো. আকিব খান, ধুলসুড়া ইউপির সাবেক চেয়ারম্যান জায়েদ খানসহ বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
যাযাদি/ এআর