গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার প্রানকেন্দ্রে অবস্থিত শতবছরের ঐতিহ্যবাহী জিসি পাইলট উচ্চ বিদ্যালয়ে ১৯৯৫ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থীরা সহপাঠী ফোরাম ১৯৯৫ নামের একটি কামিটির আন্ত:প্রকাশ করেছে।
কমিটির আহবায়ক মুন্শী মোঃ এনামুল হক শিমুল পূর্ণাঙ্গা কমিটির নামের তালিকা প্রকাশ করেন। কৃষ্ণেন্দু পোদ্ধারকে সভাপতি এবং মোঃ আশরাফুল আলম জুয়েলকে সাধারন সম্পাদক করে একটি পূর্ণাঙ্গা কমিটি করা হয়েছে।
এ উপলক্ষে নড়াইল জেলার লোহাগড়া উপজেলায় নিরিবিলি পার্কে প্রিতিভোজ (বোনভোজন) অভিষেক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আনুষ্ঠানের দ্বিতীয় পর্বে নব-নির্বাচিত সভাপতি কৃষ্ণেন্দু পোদ্ধারের সভাপতিত্বে সহ-সভাপতি মোঃ আশরাফুল আলম শিমুল ও সাংগঠনিক সম্পাদক শেখ শাশীমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, নির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল আলম জুয়েল,লাবণী খানম লাবন্য,মোঃ রুবেল মাহমুদ ডালিম, মৌসুম রহমান,মোঃ এখলাচুর রহমান লাবু, মোঃ মনিরুজ্জামান মুনশী প্রমূখ।
সংগঠনের সাধারণ সম্পাদক তার বক্তব্যে বলেন এটি একটি অরাজনৈতিক বন্ধু সংগঠনের কোন বন্ধুর মধ্যে কোন ভেদাভেদ নাই। আপদে বিপদে সকল বন্ধু এক সাথে এক যোগে চলবো এবং বন্ধুদের পাশে দাড়াবো।
যাযাদি/ এআর