জ্ঞান-বিজ্ঞানে করব জয়, সেরা হবো বিশ্বময় এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের চিরিরবন্দরে দুইদিনব্যাপি ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে রোববার (২৬ জানুয়ারি) উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১১ টায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার ফিতা কেটে শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেহা তুজ জোহরা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুনাল্ট চাকমা, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জোহরা সুলতানা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফজলে এলাহিসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা।
উল্লেখ্য, এ বিজ্ঞান মেলায় উপজেলার ২১ টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে।
যাযাদি/ এসএম