অভাব-অনটনের কারণে দত্তক দেওয়া ২ মাস বয়সী শিশুকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দিলেন জয়দেবপুর থানার ওসি আব্দুল হালিম। সোমবার (২৭ জানুয়ারি) রাতে মা মোছাঃ ছাবিনা বেগমের কোলে তুলে দেন। এসময় গাজীপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইজাদুর রহমান মিলন উপস্থিত ছিলেন।
পুলিশ জানায়, নেত্রকোনা জেলার সৈয়দপুর গ্রামের মৃত. লাল মিয়ার ছেলে মনির হোসেন (১৯) ও তার স্ত্রী সাবিনা দম্পতির ঘরে জন্ম নেয়া একটি ফুটফুটে শিশু, যার নাম রাখা হয় মোঃ আব্দুল্লাহ। সন্তানের জন্মে একদিকে যেমন আনন্দের বন্যা বইছিল, অন্যদিকে দারিদ্র্যের কারণে শিশুটির লালন-পালন ও চিকিৎসার খরচ তাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।
অভাবের কারণে দুই মাস পার না হতেই মা সাবিনা বেগম প্রতিবেশীর পরামর্শে শিশুটিকে দত্তক দেওয়ার সিদ্ধান্ত নেন। পরবর্তীতে শরীয়তপুর জেলার সারেংকান্দি গ্রামের মৃত ফরেজ আলীর ছেলে লুৎফর রহমান শিশুটিকে দত্তক নিতে আগ্রহ দেখান। গত ২২ জানুয়ারি জয়দেবপুর থানা এলাকার পশ্চিম ডগরী এলাকায় মনিরের শশুর বাড়িতে গিয়ে লুৎফর দম্পতি কিছু অর্থের বিনিময়ে শিশু আব্দুল্লাহকে দত্তক নেন।
কিন্তু সন্তান হারানোর শোক ও মাতৃত্বের অনুভূতি জাগ্রত হলে আব্দুল্লাহর মা-বাবা তাকে ফিরে পাওয়ার চেষ্টা শুরু করেন। অনেক খোঁজাখুঁজির পর ব্যর্থ হয়ে তারা গাজীপুরের জয়দেবপুর থানায় এসে জানালে অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হালিম বিষয়টি গুরুত্বের সঙ্গে আমলে নেন। তাদের দেয়া তথ্য ও পুলিশের বিশেষ অভিযানে শিশুটিকে শরীয়তপুরের জাজিরা থানার এলাকার সারেংকান্দি গ্রামে লুৎফর দম্পতির সঙ্গে থাকা শিশু আব্দুল্লাহকে উদ্ধার করে থানায় আনা হয়।
শিশু উদ্ধারের বিষয়ে জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হালিম বলেন, দত্তক দেয়া শিশুটির বাবা ও দাদী থানা পুলিশকে অবগত করেন। জেলা পুলিশ সুপারের নির্দেশক্রমে আমি ও পুলিশের বিশেষ টিম নিয়ে রাতেই উদ্ধার প্রক্রিয়া শুরু করি এবং ওই শিশুকে উদ্ধার পূর্বক সোমবার রাতে পরিবারের অন্যান্য সদস্যদের উপস্থিতিতে তার মা সাবিনার কোলে তুলে দিয়েছি।যাযাদি/ এসএম