"জ্ঞান -বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়" এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের ভৈরব উপজেলা প্রশাসনের আয়োজনে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে দুই দিন ব্যাপী বিজ্ঞান মেলা উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শবনম শারমিন। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রিদওযান আহমেদ রাফি, ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মো: রফিকুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: আবুল হোসেন , একাডেমিক সুপারবাইজার স্বপ্না বেগম প্রমূখ।পরে অতিথিরা মেলা পরিদর্শন করেন।
ভৈরব উপজেলার ১৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় অংশগ্রহণ করেন।
যাযাদি/ এআর