কুড়িগ্রামের চিলমারীতে শামিম হোসেন (৩০) নামে এক মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বেলা ২টায় চিলমারী নদীবন্দর রমনাঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় মাদক কারবারী শামিমের কাছ থেকে ৩’শ পিচ ইয়াবা ও ৫ কেজি ১’শ গ্রাম গাঁজা জব্দ করে পুলিশ।
আটক শামিম ভুরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের ময়দান এলাকার আশরাফ আলীর ছেলে। চিলমারী থানার অফিসার ইনচার্জ নাজমুস সাকিব সজিব আটকের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে চিলমারী নদীবন্দর রমনাঘাট এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে শামিম হোসেন নামে একজনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩’শ পিচ ইয়াবা ও ৫ কেজি ১’শ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে। আটক শামিমের নামে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
যাযাদি/ এম