বগুড়া শাজাহানপুরের আমরুল ইউনিয়নের কুন্দইশ গ্রামে বারমাস ফসলী, কৃষি উর্বর জমি নষ্ট করে পুকুর করা ও মাটি বিক্রি করায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী ভুমি কমিশনার জান্নাতুল নাঈম। এসময় তাকে সহ প্রশাসনিক কর্মকর্তা ও আইন শৃংখলা বাহিনির সদস্যদের দেখে পালিয়েছে দুর্বত্তরা। বৃহঃবার ৩০ জানুয়ারি এ ভ্রাম্যমান অভিযান পরিচালনা করা হয়।
জানাগেছে, প্রায় ৫- ৭ দিন যাবত ওই গ্রামের ইদু প্রামানিকের ছেলে জাহিদর রহমান সঙ্গীদের নিয়ে তার যে জমিতে সারাবছর তরিতরকারী, শাকসবজি সহ নানা কৃষিপণ্যের ফসল হতো, সেই এক বিঘারও বেশি জমি নষ্ট করে বিশাল আকারের পুকুর খনন করছে এবং মাটি বিক্রি করছে।
এবং ঘটনার সত্যতা পান। আর এসময় পরিস্থিতি বুঝতে পেরে অভিযুক্ত জাহিদুর তার দলবল নিয়ে পালিয়ে যায়। এবিষয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী ভুমি কমিশনসর জান্নাতুন নাঈম বলেন, উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত জাহিদুর পালিয়ে যায়। তবে ঘটনার সত্যতা পাওয়ায় তার বিরুদ্ধে ভুমি আইনে মামলা দায়ের করা হয়েছে এবং উপজেলায় এ ধরনের অভিযান অব্যহত থাকবে বলে জানান তিনি ।
উল্লেখ্য গত দুই মাসে এধরনের বেশ কয়েকটি অভিযান পরিচালনা করে ভূমিদস্যুদের বিরুদ্ধে তিনি আইনানুগ ব্যবস্থা গ্রহন করছেন।
যাযাদি/ এস