দিনাজপুর চিরিরবন্দর উপজেলার চিরিরবন্দর মহিলা কলেজে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় চিরিরবন্দর মহিলা কলেজে সভাপতি প্রভাষক মেজবাহুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চিরিরবন্দর খানসামা আসনের সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ আখতারুজ্জামান মিয়া।
এসময় বিশেষ অতিথি ছিলেন ভিয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক শাহ,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নুর আলম সরকার দুলু, সাবেক বিআরডিবি চেয়ারম্যান আব্দুল মতিন, আব্দুলপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোকাররম হোসেন মুকুল, মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এমদাদুল হক।
যাযাদি/ এসএম