শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

সুজানগরে পুলিশের কাছ থেকে আ.লীগ নেতাকে ছিনিয়ে নিল জনতা

পাবনা প্রতিনিধি
  ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৪৯
সুজানগরে পুলিশের কাছ থেকে আ.লীগ নেতাকে ছিনিয়ে নিল জনতা
ছবি: সংগৃহীত

পাবনার সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক পৌর মেয়র আব্দুল ওহাব'কে সুজানগর থানা পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিল জনতা।

স্থানীয়রা জানান, রোববার বিকালে আলহাজ্ব আব্দুল ওহাবকে তার নিজ গ্রাম মথুরাপুর থেকে গ্রেফতার করতে গিয়ে জনগণের বাধার মুখোমুখি হয় পুলিশ! এলাকার অসংখ্য নারী পুরুষ একত্রিত হয়ে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেন আব্দুল ওহাবকে। এসময় আওয়ামীলীগ পন্থী নেতাকর্মীরাও সেখানে ছিল। অবশেষে জনরোষে পড়ে ফিরে যেতে বাধ্য হয়েছে পুলিশ।

এ বিষয়ে সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ গোলাম মোস্তফা ফোন রিসিভ না করায় মন্তব্য জানা যায় নাই।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে