শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

উল্লাপাড়ায় ছাত্রলীগের কেন্দ্রীয় সহ সভাপতি আটক

উল্লাপাড়া (সিরাজগঞ্জ ) প্রতিনিধি
  ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৪৬
উল্লাপাড়ায় ছাত্রলীগের কেন্দ্রীয় সহ সভাপতি আটক
ছবি: যায়যায়দিন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দিন হল ছাত্র সংসদের সাবেক ভিপি মো. ফরহাদ আলীকে (৩০) আটক করেছে পুলিশ।

সোমবার (৩ ফেব্রুয়ারি) ভোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতা ও ছাত্রদলের দুই নেতার সহযোগিতায় নিজের গ্রাম থেকে তাকে আটক করে উল্লাপাড়া মডেল থানার পুলিশ।

ফরহাদ আলী উপজেলার উধুনিয়া ইউনিয়নের দত্ত খাড়ুয়া গ্রামের হাসান আলীর ছেলে। এলাকায় সে ভিপি ফরহাদ নামে পরিচিত।

এ ব্যাপারে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান খবরের কাগজকে জানান, ফরহাদের বিরুদ্ধে থানায় বিষ্ফোরক মামলা রয়েছে। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে