বান্দরবানের আলীকদম উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ, আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) কর্তৃক অসহায়, দুঃস্থ ও প্রতিবন্ধী মানুষের মাঝে সেলাই মেশিন ও কম্বল বিতরণ করেন।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) এর ব্যবস্থাপনায় আলীকদম সদর ইউনিয়নের দুর্গম কলারঝিরি এলাকায় উপজেলা প্রতিবন্ধী ক্লাবের সদস্যদের মাঝে তিনটি সেলাই মেশিন ও চল্লিশটি কম্বল বিতরণ করা হয়। পরে কলারঝিরি এলাকার অসহায় পাহাড়ি বাঙালি নারী পুরুষের মাঝে ১০০টি কম্বল বিতরণ করা হয়।
ব্রিগেডিয়ার জেনারেল এস এম ইমরুল হাসান, এসবিপি.ওএসপি.বিএসপি বলেন, প্রতিষ্ঠার পর থেকে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) দুর্গম পার্বত্য এলাকায় বিভিন্ন সহযোগিতা ও জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণের মাধ্যমে স্থানীয় জনগণের আস্থা রেখে সীমান্তের অতন্ত্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছে। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
যাযাদি/ এসএম