"এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই" প্রতিপাদ্যকে সামনে রেখে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জের ভৈরবে।দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার সকালে একটি বন্যাঢ্য শোভাযাত্রা ভৈরব বাণিজ্য মেলার মাঠ থাকে বের হয়ে শহরের প্রধান সড়কের ঘুরে মেলার মাঠে এসে শেষ হয়।
র্যালিতে অংশগ্রহন করেন ভৈরব উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ,কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি মো: শরীফুল আলম,ভৈরব বিএনপির সভাপতি মো: রফিকুল ইসলাম,পৌর বিএনপি সভাপতি হাজী শাহিন,সাধারণ সম্পাদক মুজিবুর রহমান,ছাত্র সমন্বয় শরীফুল হক জয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীবৃন্দ। পরে ভৈরব বাণিজ্য মেলা প্রঙ্গনে ভৈরব উপজেলার
নির্বাহী অফিসার শবনম শারমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত হয়ে আলোচনায় অংশ নেন ,কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি মো: শরীফুল আলম,সহকারী কমিশনার( ভূমি) রিদুয়ান আহমেদ রাফি,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জলি বদন তৈয়বা, ভৈরব বিএনপির সভাপতি মো: রফিকুল ইসলাম,পৌর বিএনপি সভাপতি হাজী শাহিন,সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, ছাত্র সমন্বয় শরীফুল হক জয় প্রমূখ। আলোচনা শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
যাযাদি/ এসএম