সিরাজগঞ্জ- ৩ আসন থেকে দুই বারের নির্বাচিত আওয়ামীলীগের সাবেক এমপি অধ্যাপক ডা. মো.আব্দুল আজিজকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক করেছে।
জানা যায়, সোমবার রাতে ঢাকার কাঁঠাল বাগান এলাকার পদ্মা জেনারেল হাসপাতালে তার চেম্বার থেকে আটক করা হয়। র্যাব-২ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার খান আসিফ তপু এ তথ্য নিশ্চিত করেছেন।
২০১৮ সালের একাদশ জাতীয় জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণা চালানোর সময় বিএনপির প্রার্থী আলহাজ্ব আব্দুল মান্নান তালুকদারের গাড়ি বহরে হামলা চালানো হয়। এ ঘটনায় বিএনপির পক্ষ থেকে আসাদুজ্জামান আসাদ বাদী হয়ে হত্যা চেষ্টা ও বিষ্ফোরক আইনে সাবেক এমপি অধ্যাপক ডা. মো.আজিজসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এরপর থেকে সাবেক এমপি অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ আত্মগোপনে চলে যান।
যাযাদি/ এমএস