সাভারের আশুলিয়ায় ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। এঘটনায় ঘটনাস্থল থেকে ৬ জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে আশুলিয়ার বাইপাইল কাইচাবাড়ি এলাকার প্রুডেন্ট ফ্যাশন এলটিডি পোশাক কারখানার সংলগ্ন এলাকায় এঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে ৬ জনকে আটক করা হয়।
প্রাথমিকভাবে আটকদের বিস্তারিত তথ্য নিশ্চিত না করলেও ৬ জন আটকের কথা নিশ্চিত করেছে পুলিশ।
পুলিশ জানায়, বিকেলে কাইচাবাড়ি এলাকায় দুই গ্রুপ মুখোমুখি অবস্থান নেয়। এক গ্রুপের হাতে দেশীয় অস্ত্র ছিল। মুখোমুখি অবস্থানকালে এক গ্রুপ অপর গ্রুপকে লক্ষ্য করে গুলি ছোড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৬ জনকে আটক করে পুলিশ। আটকদের জিজ্ঞাসাবাদ চলছে।
এব্যাপারে আশুলিয়া থানার পরিদর্শক নুরে আলম সিদ্দিক (ওসি) জানান, ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে গুলি ছোড়ার ঘটনায় ৬ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলমান রয়েছে। এছাড়াও ওই এলাকার সিসি টিভি ফুটেজ দেখে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহন করা হবে।
যাযাদি/ এম