কুমিল্লার সদর দক্ষিণে পরকীয়া প্রেমিকার ঘর থেকে টিপু সুলতান (২৮) নামের এক প্রেমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় প্রেমিকা রূপা আক্তারকে (২৬) আটক করা হয়েছে। সে এক প্রবাসীর স্ত্রী।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি)বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার উপপরিদর্শক (এসআই) দিলিপ কুমার মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার রাতে সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের মোহনপুরে ওই নারীর ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত টিপু সুলতান উপজেলার গাবতলী গ্রামের দেলু মিয়ার ছেলে। অপরদিকে আটক রূপা আক্তার একই গ্রামের শেখ বাড়ির সৌদি প্রাবাসী বশির আহমেদের স্ত্রী।
নিহতের চাচাতো ভাই মো. মহিবুর রহমান বলেন, টিপু সুলতান সেনেটারি পাইপ ফিটিং মিস্ত্রি। তার সঙ্গে সৌদি প্রবাসীর স্ত্রী রূপা আক্তারের সঙ্গে পরকীয়া সম্পর্ক চলছিল। এরপর শনিবার রাত ১০টার দিকে সর্বশেষ চাচাতো বোন আঁখির সঙ্গে ফোনে কথা হয় টিপুর। এরপর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। বিভিন্ন স্থানে খুঁজে তাকে না পেয়ে সোমবার দুপুরে সদর দক্ষিণ মডেল থানায় পরিবারের পক্ষ থেকে নিখোঁজ ডায়েরি করা হয়। সন্ধ্যার পর আমরা জানতে পারি রূপার ঘরে টিপু সুলতানের লাশ পাওয়া গেছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
এ বিষয়ে উপপরিদর্শক দিলিপ কুমার মজুমদার বলেন, সোমবার সন্ধ্যায় রূপা আক্তার থানায় এসে পুলিশকে জানায়, তার ঘরে এক যুবক এসে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। রাত ৮টায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পরকীয়া প্রেমের কারণে এ ঘটনা ঘটতে পারে। এটি হত্যা না আত্মহত্যা খতিয়ে দেখা হচ্ছে।
যাযাদি/ এমএস